Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

সেকেন্ডারী এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট

 

সুবিধাভোগীদের তালিকা (২০১২-২০১৩) অফিসে সংরক্ষত আছে।

 

(১)  সেকেন্ডারী এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট-এর আওতায় (দরিদ্রতার মানদন্ডে) মাধ্যমিক  সত্মরে ১৬৫৮ জন ছাত্র-ছাত্রীকে উপবৃত্তির জন্য তালিকাভূক্ত করা  হয়েছে।

শ্রেণী           মোট ছাত্রছাত্রী         উপবৃত্তির হার      টিউশন ফির হার

                                    (প্রতি শিক্ষার্থী প্রতি মাস)      (প্রতি শিক্ষার্থী প্রতি মাস)

 

৬ষ্ঠ               ৫২০ জন             ১০০/-              ১৫/-

৭ম               ৩৭১ জন             ১০০/-              ১৫/-

৮ম               ৩৪০ জন            ১২০/-              ১৫/-

৯ম               ২৩১ জন            ১৫০/-              ২০/-

১০ম             ১৯৬ জন            ১৫০/-              ২০/-

এছাড়াও এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ বাবত ৭৫০/- হারে প্রদান কার হয়। জনতা ব্যাংক,সাচনা বাজার শাখার মাধ্যমে বছরে ২ কিসিত্মতে উক্ত টাকা বিতরণ করা হয়।

 

হায়ার সেকেন্ডারী ফিমেল স্টাইপেন্ড প্রজেক্ট

 

সুবিধাভোগীদের তালিকা (২০১২-২০১৩) অফিসে সংরক্ষত আছে।

 

(২)  হায়ার সেকেন্ডারী ফিমেল স্টাইপেন্ড প্রজেক্ট-এর আওতায় (দরিদ্রতার মানদন্ডে)একাদশ শ্রেণীর ১৩৫  জন ছাত্রী এবং দ্বাদশ শ্রেণীর ৯৪ জন ছাত্রীকে উপবৃত্তির তালিকাভূক্ত করা  হয়েছে।

শ্রেণী         উপবৃত্তি প্রাপ্ত ছাত্রী সংখ্যা            মোট উপবৃত্তির টাকা

একাদশ               ১৩৫                              =১,৪১,৭৫০/-

দ্বাদশ                   ৯৬                               =১,৫৬,৩০০/-

বই কেনার জন্য একাদশ শ্রেণীর ছাত্রীদেরকে ৬০০/- হারে প্রদান করা হয়। বিজ্ঞান শাখার ছাত্রীগণ প্রতিমাসে ১৫০/- হারে এবং অন্যান্য শাখার ছাত্রীগণ ১২৫/- হারে উপবৃত্তি পোয়ে থাকে। উপবৃত্তি প্রাপত্ম ছাত্রীর বিপরীতে প্রতি মাসে ৫০/- টাকা হারে শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি প্রদান করা। অগ্রণী ব্যাংক, প্রধান  শাখা,সুনামগঞ্জ-এর মাধ্যমে প্রতি শিক্ষাবর্ষে ২ কিসিত্মতে উপবৃত্তি বিতরণ করা হয়।

(1)   সণাতক অথবা সমমান পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প

 

সুবিধাভোগীদের তালিকা (২০১২-২০১৩) অফিসে সংরক্ষত আছে।

 

 

২০১২-২০১৩ শিক্ষবর্ষে প্রধানমন্ত্রীর  শিক্ষা ট্রাষ্ট ফান্ড হতে সমগ্র বাংলাদেশে সণাতক অথবা সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ছাত্রীদের সুবিধার্থে এই প্রকল্প চালু করা হয়। পার্বত্য জেলা, হাওড় অঞ্চল ও উত্তরবঙ্গের মঙ্গা পীড়িত অঞ্চলের সণাতক পর্যায়ে অধ্যয়নরত সকল ছাত্রী এবং অন্যান্য অঞ্চলের দরিদ্রতার মানদন্ডে নির্বাচিত ৪০% ছাত্রী এই প্রকল্পের আওতায় উপবৃত্তি পাবে।

 

বছর              উপবৃত্তি প্রাপ্ত ছাত্রী সংখ্যা            মোট টাকা

১ম বর্ষ                    ৬৪ জন                   =৩,৫৯,৬৮০/-

২য় বর্ষ                    ৪৫ জন                   =২,৫২,৯০০/-

৩য় বর্ষ                    ৩৭ জন                   =২,০৭,৯৪০/-

প্রতি ছাত্রী প্রতিমাসে ২০০/- হারে উপবৃত্তির পাশাপাশি বছরে একবার বইকেনার জন্য ১.৫০০/- এবং পরীক্ষর ফি বাবত ১,০০০/- পাবে।

২০১২-২০১৩ শিক্ষাবর্ষের  উপবৃত্তি অগ্রণী ব্যাংক, প্রধান  শাখা,সুনামগঞ্জ-এর মাধ্যমে ১০ জৃলাই/২০১৩ তারিখের মধ্যে বিতরণ করা হবে।