উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়
জামালগঞ্জ,সুনামগঞ্জ।
সিটিজেন চার্টার | (০১) মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিদর্শন করা। (০২) ৩০ % দরিদ্র ছাত্রী এবং ১০ % দরিদ্র ছাত্র বাছাই করে উপবৃত্তির জন্য তালিকা প্রনয়ন করা। (০৩) উচ্চ মাধ্যমিক পর্যায়ে দরিদ্রতার মানদন্ডে ৪০ % ছাত্রী বাছাই করে উপবৃত্তির তালিকা প্রনয়ন করা। (০৪) সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভেলাপমেন্ট প্রজেক্ট-এর আওতায় শিক্ষকদের সৃজনশীল প্রশ্নপত্র প্রনয়নের প্রশিক্ষণের ব্যবস্থা করা। (০৫) বিদ্যালয়ে পিবিএম,এসবিএ ইত্যাদি বাস্তবায়ন কার্যক্রম মনিটরিং করা। (০৬) টিকিউআই প্রকল্পের মাধ্যমে সকল শিক্ষদের বিষয় ভিত্তিক ১৫ দিনের (সিপিডি-১) এবং ৬দিনের (সিপিডি- ২) প্রশিক্ষণের ব্যবস্থা করা। (০৭) প্রধান শিক্ষকদের প্রশাসনিক ও ব্যবস্থাপনা বিষয়ক ৩৫ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা। (০৮) বিএড প্রশিক্ষণ বিহীন শিক্ষকদের ৩ মাসের (এসটিসি) প্রশিক্ষণের ব্যবস্থা করা। (০৯) শিক্ষকদের মাসিক হাজিরা স্টেটমেন্ট প্রতিস্বাক্ষর করে বেতন-ভাতাদি প্রদানের ব্যবস্থা করা। (১০) অভিন্ন রুটিনের মাধ্যমে উপজেলাস্থ সকল বিদ্যালয় ও মাদ্রাসার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা। (১১) মাধ্যমিক পর্যায়ের সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী নিয়োগ পরীক্ষায় সরকারী প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করা। (১২) সকল পাবলিক পরীক্ষায় সক্রিয় অংশগ্রহন করে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সহায়তা প্রদান। (১৩) সরকার নির্ধারিত সময়ে স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ও শীতকালীন খেলাধূলা আয়োজন করা। (১৪) জনতা ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের সাথে লিয়াজোঁ করে বছরে ২টি কিস্তিতে সুবিধাভোগীদের মাঝে উপবৃত্তি বিতরণ নিশ্চিত করা। (১৫) ইবতেদায়ী ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক সংগ্রহ, গুদামজাতকরণ ও বিতরণ নিশ্চিত করা। (১৬) বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান জরিপকার্যে সার্বিক সহায়তা প্রদান করা। (১৭) ইএমআইএস সেলের (মহাপরিচালকের কার্যালয়,ঢাকা) জন্য শিক্ষা তথ্য আপডেট কাজে সার্বিক সহায়তা প্রদান করা। |